বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন

আরব-আমিরাতের সহায়তায় দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
ছবি : সংগৃহীত

দেশে স্পোর্টস ভিলেজ বা হাব করার পরিকল্পনা দীর্ঘদিনের। সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় এবার দেশের আটটি বিভাগে আন্তর্জাতিক মানের স্পোর্টস হাব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ রবিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একথা জানান।

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচের পুরস্কার প্রদানের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ঘটনার বিস্তারিত জানান।

যুব ও ক্রীড়া উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রথম দিক থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা বা স্পোর্টস ভিলেজ করার। সংযুক্ত আরব আমিরাতের সহায়তা করবে। যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি এজন্য দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করব।’

ফেসবুক পেজেও স্পোর্টস হাব স্থাপনের কথা জানান ক্রীড়া উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব করার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি বিভাগে উন্নতমানের স্পোর্টস ফ্যাসিলিটি হবে এই স্পোর্টস হাব।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102