মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৯:১২ অপরাহ্ন

ঘরের মাঠে আর্সেনালকে রুখে দিলো এভারটন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

টানা দুই জয়ের পর আবার হোঁচট খেলো আর্সেনাল। প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের মাঠে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি গানার্সরা। আর তাতে শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে গেলো মিকেল আর্তেতার দল। গুডিসন পার্কে শনিবার (৫ এপ্রিল) ১-১ গোলে ড্র করেছে দুই দল। লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে আর্সেনাল এগিয়ে যাওয়ার পর এভারটনকে সমতায় ফেরান ইলিমান এনজাই।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুই দল। প্রথম ৩০ মিনিটে দুই দলের কেউই লক্ষ্যে শট নিতে পারেনি। ৩৪তম মিনিটে প্রথম শট নেয় আর্সেনাল, এবং সেই প্রচেষ্টায় সফলও হয় তারা। বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।

বিরতির আগ মুহূর্তে দুটি ভালো সুযোগ পায় আর্সেনাল। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। দুরূহ কোণ থেকে ট্রোসার্ডের শট রুখে দেন গোলরক্ষক। তারপর ডেকলান রাইসের প্রচেষ্টা প্রতিহত হয় রক্ষণে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ করে এভারটন। প্রথম মিনিটেই আর্সেনালের ডি-বক্সে জ্যাক হার্মিসন ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিক থেকে এভারটনকে সমতায় ফেরান সেনেগালের ফরোয়ার্ড ইলিমান এনজাই। 
এরপর মুহূর্তেই প্রতিপক্ষের রক্ষণে আবারও হানা দেয় স্বাগতিকরা। আব্দুলাই দুকুরের কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ রায়া। এরপর বেশির ভাগ সময় বল নিজেদের দখলে রেখে আক্রমণাত্মক খেলতে থাকে আর্সেনাল। তবে উল্লেখযোগ্য গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা।
ম্যাচের ৮৪তম মিনিটে ডি-বক্স থেকে জোরাল শট নেন বদলি হিসেবে মাঠে নামা গ্রাব্রিয়েল মার্টিনেল্লি। তবে তার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। বাকি সময়েও প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে আর্সেনাল। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। 
 
৩১ ম্যাচে ১৭ জয় ও ১১ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল। ৩১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে উঠেছে এভারটন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102