বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

নেত্রকোণা জেলায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

নেত্রকোণা প্রতিনিধি:নেত্রকোণায় ধর্ষন ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ – ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
,
নেত্রকোণা জেলা পুলিশ শনিবার সকাল ১০টায় বড়বাজারে এই বিট পুলিশিং অনুষ্ঠানটি আয়োজন করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশোদা খাতুনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, নেত্রকোণা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার জান্নাত আফরোজ, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, নেত্রকোণা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সিরাজুল ইসলাম, সিভিল সার্জন তাজুল ইসলাম খান,

প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, নারী নির্যাতন আদালতের পিপি রাসেল আহমেদ খান, উন্নয়ন কর্মী কল্পনা ঘোষ, সাংবাদিক সহ নারী-পুরুষ সেখানে উপস্থিত ছিলেন ।

বক্তারা বলেন, নারী শিশুর প্রতি সহিংসতা বন্ধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।ইভটিজিং ধর্ষণ কোথাও ঘটলে সাথে সাথে নিকটবর্তী বিট পুলিশদের তথ্য দিয়ে সাহায্য করবে এবং আইনী ব্যবস্থা নিতে হবে। যদি থানায় যোগাযোগ বা কোন ব্যবস্থা না নেয়, সরকারী জরুরী হট লাইন আছে -৯৯৯ ফোন দিতে হবে। এভাবেই অপরাধী কে আইনের আওতায় আনতে হবে।

আরও বলেন ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ করার জন্য, নিকটতম থানায় অথবা জরুরী সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102