শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, ‘আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না।’ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ‘মার্চ ফর ইউনিটি’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

এ সময় উমামা ফাতেমা বলেন, ‘জুলাই-আগস্টে যারা শহীদ এবং আহত আছেন তাদের প্রতি ন্যায় বিচার হয়নি। এ মানুষগুলোর যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

এমনকি সরকার সম্পূর্ণ দায় নিয়ে এ পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে।’

এই মুখপাত্র আরো বলেন, ‘জুলাই মরে যায় নাই। আমরা জুলাইয়ের শক্তি নিয়ে এখনো রাস্তায় আছি এবং আমরা কোনোভাবে ’৯০-এর মতো, ’৭১-এর মতো ’২৪-কে ব্যর্থ হতে দেব না।’

তিনি আরো বলেন, ৫ আগস্ট যখন শেখ হাসিনা পালায় আজকে তার পাঁচ মাস পরে কেন আমাদের শহীদ মিনারে এক হতে হলো? গত পাঁচ মাসে সরকারের কী প্রকলেমেশন ঘোষণা করার সুযোগ হয় নাই? তারা কি এতই ব্যস্ত ছিল যে তারা জুলাইয়ের একটি ঘোষণাপত্র ঘোষণা করার সময় করে উঠতে পারে নাই? এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগ গ্রহণ করি।

এই জুলাইয়ে যে যোদ্ধারা জীবন দিয়ে রাস্তায় যুদ্ধ করেছিল লড়াই করেছিল তাদের সেফটি আমাদের দিতে হবে। এটা আমাদের ঐতিহাসিক দায়। গতকালকে প্রেসসচিব যখন জুলাই প্রক্রিয়েশন ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিল আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। এই প্রকলেমেশন নিয়ে আমরা কালক্ষেপণ চাই না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102