শিবপুর অভিযাত্রী যুব সংঘ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত।
গত ৩০ ডিসেম্বর কানায় কানায় দর্শক পরিপূর্ণ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ও মানিকগঞ্জের মোট ৮ টি দল অংশ নেয়। খেলা নক আউটের ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে। দল গুলো হল ১. ট্রিম ব্রাদার্স ক্লাব মানিকগঞ্জ ২. সিক্স লিজেন্ট ক্রিকেট ট্রিম। ৩ বিষম পুর গোল্ডেন ক্লাব ৪. মানব কল্যান ক্লাব ৫. মনিকান্দা যুব সংঘ ৬. দুর্বার যুব সংঘ ৭. শেওড়াপাড়া সিক্সাস ক্লাব ৮. বাড্ডা জাগরনি সংঘ।
তবে খেলায় দুর্দান্ত দক্ষতা নৈপুণ্য দেখিয়ে ফাইনালে জয়লাভ করে মনিকান্দা যুব সংঘ।
তাদের পুরুষ্কার দেওয়া হয়েছে ভিশন ফ্রিজ। রানার্স আপ ট্রিম ব্রাদার্স দলকে দেওয়স হয় ৩২” টিভি। সাংবাদিক হিসেবে উপস্থিত ছিল আবুবকর গাজী ও লুৎফর রহমান ভূইয়া।নবাবগঞ্জ থানার বিএনপির নেতারা ।