সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।
ফতেপুর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল দুটি কালিগঞ্জ থানার ঐতিহ্যবাহী স্কুল। এছাড়াও ঐ স্কুলে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন এফ,এস,এফ, এস ও পুরস্কার বিতরণ করেছে। এই সংগঠনটি একটি সামাজিক সংগঠন হিসেবে পরিচিত। যারা গরিব ও অবহেলিত শিক্ষার্থীদের স্কুল ড্রেস, বই খাতা, এবং আর্থিক সহযোগিতা করে থাকে।
সংগঠনের সদস্যরা প্রয়োজনে মানুষের রক্ত দিয়ে সাহায্য করে থাকে। এজন্য তারা রক্তদান কর্মসূচি পালন করে। যেটা কালিগঞ্জ উপজেলায় একটি বিরল সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, বহিরাগত আমন্ত্রিত অতিথি, সাংবাদিকবৃন্দ এবং এলাকার জনগণ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে আধুনিক বাংলাদেশ নির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান। শিক্ষার্থীদেরকে অন্যান্য দেশের মত প্রতিযোগিতামূলক শিক্ষা গ্রহণ করতে বলেন।
পরিশেষে প্রত্যেক শ্রেণীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অধিকার করেছে তাদেরকে পুরস্কৃত করা হয়।