বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:১২ অপরাহ্ন

লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে মাটিতে পুঁতে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার গুড়িয়াদহ গ্রামে একটি জমি খনন করতে গিয়ে স্থানীয় শ্রমিক বিমানের ধ্বংশাবশেষের কিছু অংশ দেখতে পেলে স্থানীয় প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন জানা মাত্র তাৎক্ষনিক ওই এলাকাটির কিছু অংশ ঘিরে রাখে।
এরপর শনিবার সকাল থেকে বাংলাদেশ বিমান বাহিনী লালমনিরহাটের একটি ইউনিট যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার তৎপরতা শুরু করেন।

এ ঘটনাটি জানাজানি হলে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা বিমানের ধ্বংশাবশেষ দেখতে ওই জমির কাছে ভিড় করেন।

এদিকে শনিবার বিকেল পর্যন্ত চলমান উদ্ধার তৎপরতায় দুইটি বিমানের ল্যান্ডিং গিয়ার, একটি ফুয়েল বার্নিং একজাস্ট, প্রোপেলার উইথ ইঞ্জিনের কিছু অংশ, এয়ার কাপ্টের বডির কিছু ছোট অংশ এবং কিছু সংখ্যক এমুনেশন উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার কাজ রবিবার পর্যন্ত চলতে পারে। ধারণা করা হচ্ছে ২য় বিশ্ব যুদ্ধের শেষের দিকে বিমানটি ভূপাতিত হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102