পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে কারওয়াবাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তার মহাপরিচালক আলীম আখতার খান বলেন, তেলের সংকটের কারণ ও সমাধানে আজকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আগামী ১৫ থেকে ২১ দিনের মধ্যে তদন্ত কমিটির ফলাফল ঘোষণা করা হবে।
লেবুর দামের ঊর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, লেবুর সরবরাহ কম তাই সরবরাহের তুলনায় চাহিদার যোগান দিতে গিয়ে লেবুর দাম বেড়ে গেছে। একই অবস্থা বেগুন শসার ক্ষেত্রেও। মিলারদের কাছে গিয়ে দেখা গেছে তাদের কাছে কোনো তেল লুকায়িত নেই। আবার বাজার তদারকি করে দেখা যাচ্ছে বাজারেও পর্যাপ্ত তেল নেই। এনবিআর, মিল মালিক, পোর্ট সব কিছু থেকে তথ্য নেওয়া হবে বলেও জানান তিনি।