তামিম মাহমুদ, বরগুনা সদর প্রতিনিধিঃ বুধবার সন্ধ্যা ৭ টার দিকে আনোয়ার (৩৫) নামের এক পথ যাত্রী স্বরূপকাঠি থেকে গাছ বিক্রি করে তার গন্তব্য স্থানে আসার পথে অজ্ঞান পার্টি খপ্পরে পড়ে। তখন তার কাছে থাকা ৯১ হাজার টাকা নিয়ে উধাও হয়েছে দুর্বৃত্তরা।
জানা যায়, স্বরূপকাঠি থেকে তার নিজ গন্তব্যে রওনা দিলে, পথে গাড়িতে বসে কি হয়েছে তা আর মনে করতে পারছেনা। পরে বরগুনা টাউনহল চত্বরে অজ্ঞান অবস্থায় পরে থাকলে স্থানীরা পুলিশকে খবর দেয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে টাউন হল বাজেসটান চত্বরে অজ্ঞান অবস্থায় পেয়ে স্বজনদেরকে ফোন দেয় পরে জ্ঞান ফিরলে স্বজনদের হাতে তুলে দিয়ে আনোয়ার হোসেনকে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া হয়।
এএসবিডি/আরএইচএস