শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

তারাকান্দা এ.এফ. এম. ওয়াহিদুজ্জামান ও তার  সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দর বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল।

প্রভাষক  জাহাঙ্গীর আলম,তারাকান্দা উপজেলা সংবাদদাতা( ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
তারাকান্দা এ.এফ. এম. ওয়াহিদুজ্জামান ও তার  সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দর বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল।

আ’লীগ দোসরদের ফেইসবুক কর্মসূচির প্রতিবাদে তারাকান্দা উপজেলায় ফেসিস্ট রক্তচুষা  আ.লীগের  নৈরাজ্য ও  বিশৃঙ্খলা ঠেকাতে এবং আঁতাত করে চলা  লালচোখের বৃত্তের সন্ত্রাসী আ’লীগদের  গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন –
বারবার  কারা নির্যাতিত বিএনপি’র পরীক্ষিত প্রবীণ নেতা এ.এফ. এম. ওয়াহিদুজ্জামান ও তার  সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দ।

এ.এফ. এম. ওয়াহিদুজ্জামান  তারাকান্দা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক,ময়মনসিংহ (উঃজেলা) যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছিলেন একজন দায়িত্বশীল দক্ষ দেশ প্রেমিক  ও আদর্শ ক্লিন ইমেজের  রাজনীতিবিদ হয়ে।

৮ ফেব্রুয়ারী (শনিবার) বেলা ৫টায় আ’লীগ দোসরদের ফেইসবুক কর্মসূচির প্রতিবাদ মিছিলটি গরুহাটা হতে যাত্রা শুরু করে  স্লোগান মুখরিত  মিছিল নিয়ে নেতৃবৃন্দ শহীদ মিনার হয়ে হালুয়াঘাট টু  ময়মনসিংহের তারাকান্দার মহা সড়কের রাজপথ প্রদক্ষিণ করে।

মিছিলটি তারাকান্দা উপজেলা  ভবনের মহাসড়ক  হয়ে মোর নিয়ে – আওয়ামী লীগের দোসরা হুশিয়ার সাবধান এই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে রাজপথ কাপিয়ে  ঐতিহাসিক কড়ুইতলার শহীদ মিনারের চত্বরে এসে মিছিলটি শেষ হয়।

শহীদ মিনারের মিনারের  মুক্ত মঞ্চের চারপাশে শত জনতার ঢলের মাঝে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এ.এফ. এম. ওয়াহিদুজ্জামান।

৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আগে ও পরে তিনি এখন পর্যন্ত এই তারাকান্দা উপজেলায় আদর্শ ক্লিন ইমেজের প্রবীণ রাজনীতিবিদ হিসাবে জনমনে আজও পরিচিত এ.এফ. এম. ওয়াহিদুজ্জামান।

আ’লীগ দোসরদের ফেইসবুক কর্মসূচির প্রতিবাদ মিছিল ও সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশে অন্তবর্তীকালীন সরকার প্রতীষ্ঠা লাভ করছেন । এই সরকারের কাজ হলো দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া। একটি অবাধ,নিরপেক্ষ জাতীয় নির্বাচন না দেওয়া পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে। আমরা দেশে গণতন্ত্র প্রতীষ্ঠার লক্ষ্যে দেশনায়ক  তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ষোলটি বছর আন্দোলন সংগ্রাম করেছি। অনেক জেল জুলুমের শিকার হয়েছি। নির্বাচনের পর চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই সরকারের আমলে মানুষ সুখে নাই, শান্তিতে নাই। জনগণ সুন্দর একটা নির্বাচন চায়। নির্বাচনের কথা বললেই তারা কেনো জানি তাদের কমড় মোচড়াচ্ছে।

৩নং কাকনি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বিএনপির পরিক্ষিত নেতা মজিবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে আয়োজন করেন তারাকান্দা উপজেলা  বিএনপি একাংশ  ও অঙ্গ সংগঠনের শীর্ষ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তিনি ক্ষুব্ধ কণ্ঠে গর্জে  উঠে আরোও  বলেন, অতি দ্রুত বিএনপির সাথে আঁতাত করে চলা হাইব্রিড  রক্তচুষা আ’লীগ সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। ব্যক্তি স্বার্থের জন্য কোন প্রকার ছলাকলা চলবে না। তারাকান্দার জনগণ সব বুঝে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102