আল্লাহর ৯৯ টি প্রকাশিত নাম মুখস্থ করে সকাল সন্ধা যিকির করলে জান্নাত পাওয়া যাবেঃ আজহারী।
নবাবগঞ্জের ঐতিহাসিক ওয়াজের মাঠ বারুয়াখালী। প্রায় ২ লক্ষাধীক লোকের সমাগম হয়েছিল। আলোচিত ওয়াজকারী মিজানুর রহমান আজাহারী বলেন – দয়ালু আল্লাহর ৯৯ টি প্রকাশিত নাম মুখস্থ করলে ও সকাল সকাল সন্ধ্যায় জপলে আল্লাহ তাকে জান্নাতুন জান্নাত দিবে।
তিনি ওয়াজে মহান আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি আরও বলেন – মৃত ব্যক্তির জন্য দোয়া মাহফিল বা অনুষ্ঠান করে মানুষ খাওয়ালেও আল্লাহ দয়া করে ঐ মৃত ব্যক্তিকে জান্নাত দিবে।
এমন আশা আমরা করতে পারি।ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন – ঢাকা জেলা বিএনপির সভাপতি নবাবগঞ্জের এমপি প্রার্থী খন্দকার আবু আশফাক। ইউটিউব সহ শতাধিক সংবাদ কর্মী।