ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আ.লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন সব সময় স্থানীয় বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ। তারা-ই- ধারাবাহিকতায় প্রতিদিনের কর্মসূচী পালনে সন্ধ্যার পর প্রতিবাদ মিছিল করেন ১৪৭ ময়মনসিংহ-২( তারাকান্দা -ফুলপুর) আসনের বিএনপি সর্মথীত নেতাকর্মীরা।
শেরপুর টু ময়মনসিংহের রাজপথে মিছিল করার সময় একটি বাস বনভোজন শেষ করে আসার সময় , স্থানীয় মিছিলের সাথে তাল মিলিয়ে বিপরীতে বাসের ভিতরে থাকা লোকগুলি জয় বাংলা স্লোগান ধরলে ততক্ষণীক মিছলে থাকা বিএনপি সর্মথীত নেতাকর্মীরা বাস আটক করে স্থানীয় থানায় হস্তান্তর করেন।
স্থানীয় লোকজনের ধারণা তারা আ’লীগ সমর্থীত ছাত্রলীগ, যুবলীগ । থানা পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছেন। থানার সামনে থমথমে অবস্থা বিরাজ করছে।