মীর মোঃ হাছিবুর রহমান রনি, বেতাগী (বরগুনা) থেকেঃ উপজেলা হোসনাবাদ ইউনিয়নের জলিশা বাজার- সুবিদখালী সংযোগস্থল, জলিশা বাজার জামে মসজিদ সংলগ্ন ” বেড়ের-ধন” নদীতে এই ব্রিজ টি দীর্ঘ পাঁচ বছর যাবত মরন ফাঁদ অবস্থায় আছে। পাটাতন ধসে পড়ার কারণে ব্রিজটি মরণ ফাঁদে পরিনত হয়েছে। এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকায় হাজার হাজার মানুষকে। বিপদে পড়েছে স্কুল,কলেজ, মাদ্রাসা ও অন্য অন্য প্রতিষ্টান। মরন ফাঁদ জেনেও পার হচ্ছে গ্রামবাসীসহ ছাএছাএীরা। ব্রিজ পাটাতন ধসে যাওয়ার কারনে বন্ধ হয়েছে বিভিন্ন গাড়ি চলাচল অনেক সময় দুর্ষটনায় পরেন চালকরা। বর্তমানে ব্রিজটির অবস্থা খুবই খারাপ।যে কোনো সময় ভেঙ্গে পড়ে বড়ো ধরনের দুর্ঘটনা হতে পারে। স্হানীয়ও জনগন বলে ব্রিজটি টেন্ডার হয়েছে কিন্তু কবে ব্রিজটি নতুন করে হবে তা জানা নেই।
হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ খলিলুর রহমান খান বলেন, এই ব্রিজটি খুবই গুরুত্বপূর্ন। এটার সমস্যা সমাধান করা হবে।
এএসবিডি/আরএইচএস