রাঙ্গামাটি প্রতিনিধিঃ অদ্য ৯ অক্টোবর ২০২০ ইং রোজ শুক্রবার রাঙ্গামাটি পৌরসভার সম্মেলন কক্ষে স্টার্ট আপ কমিউনিটি বাংলাদেশ এর রাঙ্গামাটি জেলার প্রথম মিট আপ সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে স্টার্ট আপ কমিউনিটি বাংলাদেশ রাঙ্গামাটি জেলার প্রতিনিধি মো: আইয়ুব ভূইয়ার সভাপতিত্বে প্রদান অথিতি হিসেবে
উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার সম্মানিত প্যানেল মেয়র ও মো: জামাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রাঙ্গামাটি পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ও স্যালভেশন
বাংলাদেশ এর উপদেষ্ঠা সুফিয়া কামাল ঝিমি।
অনুষ্ঠানের শুরু চলমান ধর্ষন প্রেক্ষাপটের ভিত্তিতে প্রতিবাদ জানিয়ে বুকে হাত রেখে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সংগঠনের পক্ষে মো: আইয়ুব ভূইয়া সংগঠনের বিস্তারিত সকলের সামনে তুলে ধরেন। তিনি বলেন স্টার্ট আপ কমিউনিটি যাত্রাকাল থেকেই বাংলাদেশ এর তরুণ উদ্যোক্তাদের জন্য কাজ করে যাচ্ছে।
বর্তমানে সংগঠটিতে ২৫০০ এর অধিক তরুণ উদ্যোক্তা কাজ করছে।
আমরা যখন কোনো উদ্যোগ গ্রহন করি সঠিক ব্যবস্থাপনার জন্য আমরা সফল হতে পারি না। আর সেই সকল তরুণ উদ্যোক্তাদের উদ্যোগ সফল
করার জন্য স্টার্ট আপ কমিউনিটি বাংলাদেশ কাজ করছে।
এসময় বক্তারা বলেন রাঙ্গামাটির মতো একটি পাহাড়ী এলাকায় এই সংগঠন গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে।
এএসবিডি/আরএইচএস