নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান অভিযোগ তুলেছেন, এতে গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে। ১৮ মে রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশা, ফারুকীসহ অনেকেই গ্রেপ্তার হওয়ার কথা, যারা দীর্ঘদিন আওয়ামী লীগের সুবিধা ভোগ করেছেন। কিন্তু তারা অপ্রতিরোধ্য রয়ে গেছেন। তিনি প্রশ্ন তোলেন, কেন ৩০০ ডামি এমপি বা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বরং সরকার ছোটখাটো ঘটনা নিয়ে জনমত বিভ্রান্ত করছে। রাশেদ খান দাবি করেন, নসরুল হামিদ বিপুর সম্পদ পাহারা দিচ্ছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার স্বামী আবু বক সিদ্দিক, এবং জামিন তদবিরে আছেন রেজওয়ানার মতো উপদেষ্টারা। তিনি বলেন, সরকার গণহত্যার বিচার প্রশ্নে মূল দিক থেকে দৃষ্টি সরিয়ে নিতে এসব “ছিঁচকে চোর” ধরার নাটক করছে। সন্দেহ হলে বিদেশযাত্রা নিষিদ্ধ করে তদন্ত করা যেত বলেও মন্তব্য করেন তিনি।