শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধিঃ
০৯ অক্টোবর ২০২০ ইং (শুক্রবার) দুপুর ১টার দিকে রংপুর নগরীর মডার্ণ মোড় এলাকায় অভিযান চালিয়ে ০১ কেজি শুকনো গাঁজাসহক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার চর বড়লই গ্রামের সুলতান মিয়ার পুত্র কামাল হোসেন (১৭) এবং একই ঠিকানার নুর হোসেনের পুত্র আরিফুজ্জামান (১৮) কে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন এর নির্দেশনায় তাজহাট থানার অফিসার ইনচার্জ আখতরুজ্জামান প্রধান এর নের্তৃত্বে, এস আই শেখ মোস্তফা কামাল, এস আই আল-আমিন, এস আই ওবায়দুল সঙ্গীয় ফোর্স মোবাইল ডিউটি অফিসার এসআই আশরাফুল সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় তাজহাট থানাধীন মডার্ণ মোড় হতে উক্ত আসামীদেরকে গ্রেফতার করে করতে সক্ষম হন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ ) শহীদুল্লাহ্ কাওছার, পিপিএম জানান সরকারের মাদক বিরোধী জিরো টলারেন্স নীতিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সদা জাগ্রত রয়েছে। গত কয়েক দিনে তাজহাট থানা মাদক বিরোধী অভিযানে বেশ সাফল্য অর্জন করে যাচ্ছে, এবং আগামীতে ও মাদক বিরোধী অভিযানে সোচ্চার থাকবে। আমরা উক্ত মাদক কারবারি ব্যক্তিকে মাদক আইনে মামলা দিয়ে হাজতে প্রেরণ করব।