এএসবিডি/ভোলাঃনারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ দেশব্যাপী ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকদের গ্রেফতার করে মৃত্যুদন্ড কার্যকর করার দাবীতে সচেতন নাগরিক পরিষদ কতৃক ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানবন্ধনে একাকীত্ব প্রকাশ করেন সামাজিক সংগঠন বাংলাদেশ সেবা সংকল্প ভোলা জেলা শাখা।
আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলা কে জাহান মার্কেটের সামনে সম্মুখ সড়কে বাংলাদেশ সেব সংকল্পের ভোলা জেলা শাখার আহ্বায়ক আবদুল্লাহ আল মমীন (শশী) এর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচীতে একাকীত্ব প্রকাশ করেন।
মনববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন এডভোকেট নুরুন্নবী,সভাপতি সচেতন নাগরিক পরিষদ ও জনাব শফকিুল ইসলাম শফি সাধারন সম্পাদক সচেতন নাগরিক পরিষদ। “প্রতিবাদের প্রতিরোধের এখনই সময়, ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ” “ধর্ষণের ফাঁসির পাশাপাশি সকলকে সোচ্ছার হতে হবে । প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে তার নিরাপদ আবাসন, নিরাপদ শিক্ষাঙ্গন, নিরাপত্তা সমাজ ব্যবস্থা।
বর্তমানে টেকসই উন্নয়নের লক্ষ্যই হচ্ছে “পিছিয়ে থাকবে না একটি মানুষও, এগিয়ে যাবে সবাই” আর এই লক্ষকে সামনে রেখেই বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই নারীর প্রতি চলমান বিভিন্ন নির্যাতনের সাথে যুক্ত হয়েছে ধর্ষন, গণধর্ষণ এবং ধর্ষণ পরবর্তি হত্যা। তাই আমরা অত্যন্ত জড়ালোভাবে বলতে চাই প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের রায় কার্যকরা করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, মো: মহাসিন, সভাপতি বাংলাদেশ সেবা সংকল্প ভোলা শাখা,জনাব আদিল হোসেন তপু সভাপতি ইউথ পাওয়ায় ইন বাংলাদেশ। আনোয়ার, মিরাজ, মেহেদী, রাকিব, ইব্রহিম, আকবর প্রমুখ।