শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদত্যাগে চাপ নয়, সংলাপে বসুন : ফাহাম আব্দুস সালাম গ্রেপ্তারের ক্ষমতা পেলেন ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা জাতীয় ঐক্য রক্ষা নিয়ে মিজানুর রহমান আজহারির পোস্ট জুলাইয়ের গাদ্দারদের সঙ্গে ঐক্য নয় : সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘জুলাই ঐক্য’ এর বিক্ষোভ মিছিল জুলাই-আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের তালিকা প্রকাশ ৭ দিনের মধ্যে দুই সিটির নির্বাচনের শিডিউল ঘোষণা করতে লিগ্যাল নোটিশ ২ দফা দাবিতে আন্দোলনের ডাক এসএসসির ফল প্রত্যাশীদের ভারতের নিয়ন্ত্রিত নদীর পানি পাকিস্তান পাবে না : মোদি পদত্যাগের গুঞ্জনের খবর পেয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম

ভারতের মণিপুরে সন্দেহভাজন ২৯ বাংলাদেশি আটক।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

ভারতের মণিপুরে সন্দেহভাজন ২৯ বাংলাদেশি আটক।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে একটি বেকারি থেকে ২৯ জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করেছে মণিপুর পুলিশ। রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং একথা জানিয়েছেন। তার দাবি, আটককৃতদের কাছ থেকে আসাম থেকে ইস্যু করা আধার কার্ডও পাওয়া গেছে।

সোমবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার মায়াং ইম্ফল বেঙ্গুন এলাকায় একটি বেকারিতে অভিযান চালিয়ে সেখানে কর্মরত সন্দেহভাজন এই বাংলাদেশিদের গ্রেপ্তার করে।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘আটককৃতদের কাছ থেকে আসামের আধার কার্ড উদ্ধার করা হয়েছে। তাদের বাংলাদেশি সন্দেহে আটক করেছে পুলিশ। তারা মণিপুর সরকারের ইনার লাইন পারমিট (আইএলপি) নীতি লঙ্ঘন করেছেন।’

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যেহেতু আটককৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া নথিতে আসামের উল্লেখ রয়েছে, তাই তাদেরকে আসাম প্রশাসনের হাতে তুলে দেওয়া হতে পারে। শুধু তাই নয়, রাজস্ব দফতরের যে কর্মীরা ওই ২৯ জনের নামে আইএলপি ইস্যু করেছিলেন, তাদের সাসপেন্ড করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তার কথায়, ‘কেন্দ্রীয় সরকার মণিপুরের মানুষকে আইএলপি ব্যবহারের অনুমতি দিয়েছে। তার একটাই লক্ষ্য, তা হলো – রাজ্যবাসীকে সুরক্ষা প্রদান করা। কিন্তু, যাদের সেই কাজ করতে হবে, তারাই যদি এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এর ফল কী হবে?আমাদের আশঙ্কা, খুব সম্ভবত বাংলাদেশ থেকে বেআইনিভাবে মণিপুরে ঢুকেছেন কিছু মানুষ।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102