সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।

আহত দু’জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।

আহতরা  হলেন: নেত্রকোনা জেলার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে মো. রুকন উদ্দিন (৩৫) ও কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)। তাদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুঠিয়া সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গুলির ঘটনা নিয়ে বিএসএফকে করা ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারেও বিএসএফকে সতর্ক করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২২ এপ্রিল উপজেলার একই সীমান্তে (পুটিয়া সিমান্তে) বিএসএফের গুলিতে মো. মেহেদী হাসান (২৬) এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। 
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102