সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে পাচারের সময় মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার- ২। কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন। বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন। কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক প্রয়োজনঃ ড. আবুল কাশেম। বাংলাদেশি রোগী পেতে সীমান্তে মেট্রো চালু করবে ভারত। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ৪ স্পটে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫। নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ।

রমজানের আগে বাজারকে সহনশীল করার চেষ্টা করছিঃ বাণিজ্য উপদেষ্টা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

রমজানের আগে বাজারকে সহনশীল করার চেষ্টা করছিঃ বাণিজ্য উপদেষ্টা।

রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনশীল রাখার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শনিবার সকালে ক্রাব মিলনায়তনে ডিআরইউ’র প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, চেষ্টা করছি, আমার উপর যে অর্পিত দায়িত্ব তা যেন পেশাদারিত্বের সঙ্গে, নির্মোহভাবে পালন করতে পারি। আপনাদের জীবনকে আরও একটু সহজ করতে পারি। আমি জানি আপনারা কষ্টে আছেন। এটা অস্বীকার করব না। আবার এটাও বলতে চাই আপনাদের সকলের সহযোগীতায় চিনি, পেয়াজ ও তেলের দাম কিছুটা কমে আসছে। আমরা চেষ্টা করছি রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে সহনশীল করতে পারি। চাহিদা ও যোগানকে যেন সমানুপাতিক রাখতে পারি সে জন্য আপনার সকলের সহযোগিতা কামনা করছি।

গত ১৫ বছরে আমাদের দেশে সন্ত্রাসী সভ্যতা গড়ে উঠেছিল মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের রাষ্ট্র ছিল কিন্তু সমাজ অসম্ভবভাবে বিভক্ত ছিল। আমাদের সমাজ ভীতগ্রস্ত ছিল। আজকে সন্ত্রাসবাদ সবজায়গায়। সেটা ব্যাংক থেকে সাংবাদিকতা সবজায়গায়। আমাদের জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছে। সে অবস্থা থেকে ছাত্র জনতার আন্দোলনের ওপর ভিত্তি করে বর্তমান যে সর্বকালীন সরকার হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে মর্যাদাপূর্ণ সমাজে কিভাবে রূপান্তরিত হতে পারি।

সাংবাদিকদের উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, সে মর্যাদার ভিত্তি তৈরি করায় সাংবাদিকদের একটি বিশাল ভূমিকা রয়েছে। নির্মোহভাবে সংবাদ উপস্থাপন করা, বিশেষ গোষ্ঠীকে রিপ্রেজেন্ট না করা। প্রতিনিধিত্ব করা প্রকৃত পক্ষে মানুষের।

শেখ বশিরউদ্দীন বলেন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোন মনোপলি নেই। এই বিষয়টা আল্লাহ সবার জন্য সমান করে দিয়েছে। আমরা যদি পরশ্রম করি তাহলে আমরা জ্ঞান অর্জন করতে পারব। জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোন ধরণের কৃপণতা করবেন না।

তিনি বলেন, আমরা যখন ফোন ব্যবহার করি তখন নতুন ফোন আসার সঙ্গে সঙ্গে যেমন পুরাতন মডেলের অনেক সফটওয়্যার আর রিলিভেন্ট থাকে না তেমনি জ্ঞান অর্জন একটি ধারাবাহিক প্রসেস। ছাত্রদের বিশেষভাবে অনুরোধ করবো জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোন কৃপণতা করবেন না। প্রচেষ্টা জারি রাখবেন। পেশাদারি জীবনে প্রকৃত পেশাদারিত্ব চর্চা করবেন।

বৃত্তিপ্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102