শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছে মানুষ নিষেধাজ্ঞা সত্ত্বেও বাজারে মিলছে ইলিশ, দাম আকাশচুম্বী চট্টগ্রাম আইনজীবীদের নির্বাচনে ভোট ছাড়াই ২১ পদে বিএনপি-জামায়াতের ‘ভাগাভাগি’ গাজীপুরে কৃষক দল নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা গরমে লোডশেডিং হলে প্রথমে রাজধানীতেই হবে : জ্বালানি উপদেষ্টা সীমান্তে আবারও বর্বরতা, বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ হনুমান জয়ন্তীতে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করল ভারত ভাদুন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নির্বাচন- ২০২৫ সম্পূর্ণ হরিপুরে জমিসংক্রান্ত বিষয় নিয়ে মারামারি অগ্নি সংযোগে ২০টি ঘর পুড়ে ছাই মার্চ ফর গাজা’য় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ নির্দেশনা নিয়ে আজহারির পোস্ট

‘বাঘিনী’ সিঁথি এবার আসিফের গানের মডেল!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

‘বাঘিনী’ সিঁথি এবার আসিফের গানের মডেল!

রাজপথে কোটা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষিত হয়েছিলেন ‌‘কুইন’, ‘বাঘিনী, ‘আয়রন লেডি’ বিশেষণে। আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে ফারজানা সিঁথি দরাজ কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করছেন, ‘আপনারা কি কোটার পুলিশ?’। তবে তিনি নেতিবাচকভাবেও পরবর্তী সময়ে ভাইরাল হন।

কোটা বাতিল আন্দোলনের সময় একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ফারজানা সিঁথি। ফারজানা সিঁথি এ সময়ের ভাইরাল কন্যা। তাকে এবার মিউজিক ভিডিওতে দেখা যাবে। তাও আবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানে। আর সিঁথির সঙ্গে গানে সহ মডেল থাকছেন শেখ সাদী।

বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ আকবর। গানের কথাগুলো এমন- ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার,  তুমি আমার এ পৃথিবী,  তুমি ছাড়া আজ সব অচেনা।

গানের সুর ও সঙ্গীত করেছেন রাজীব এবং মোনা।  কথা লিখেছেন বূদ্ধাদিত‍্য মূখার্জী (বাংলা), শাদাব আখতার (বেপানা দিল- হিন্দি) আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

এ বিষয়ে আসিফ আকবর বলেন, মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। ইচ্ছেরা” গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে। ফেমাস হিন্দী গান বুর্জ খলিফা- গানের গায়িকা নিকিতা গান্ধী কো-আর্টিস্ট।  গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচমাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।

তিনি বলেন, নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন‍্যা ফারজানা সিঁথি এবং তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুর এ। ভিডিও পরিচালনা করবে স্নেহের সৌমিত্র ঘোষ ইমন। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ।

গানটি মুক্তি পাবে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102