সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। ফেরারির মতো ছুটছি, সামনে কোনো ভবিষ্যৎ নেইঃ ছাত্রলীগ নেতা। বিএনপি-জামায়াতের বাড়িঘরে হামলার নির্দেশ দিলেন হাসিনা। গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন। সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার। সনাতন ধর্মাবলম্বী দুপক্ষের সংঘর্ষে প্রতিমা ভাঙচুর। সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুককে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ। তারাকান্দা নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ’র সাথে  মতবিনিময় সভা। তারাকান্দা সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত। শাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ নভেম্বর।

কম খরচে জাহাজে চড়ে হজে যাবেন যাত্রীরাঃ ধর্ম উপদেষ্টা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

কম খরচে জাহাজে চড়ে হজে যাবেন যাত্রীরাঃ ধর্ম উপদেষ্টা।

দেশের মানুষ যাতে কম খরচে হজে যেতে পারেন, সে ব্যাপারে অন্তর্বর্তী সরকার করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ. ফ. ম খালিদ হোসেন। তিনি বলেন, এ জন্য আমাদের চেষ্টার কোনো কমতি নেই। স্বাধীনতার আগে ও পরে এদেশের মানুষ জাহাজে করে হজে যেতেন। এই উদ্যোগ নিতে আমারও চেষ্টা করছে। এতে সৌদি সরকারের ও সম্মতি আছে। ইতিমধ্যে জাহাজ কোম্পানির মালিকদের সঙ্গে কথা হয়েছে।

মঙ্গলবার রাতে মাদারীপুরের শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদরাসায় সীরাতুন্নবী মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরীক্ষামূলকভাবে জাহাজে করে হজে পাঠানোর আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই বছর আমরা জাহাজে পাঠাতে পারি কি না সেই চেষ্টা করবো। অন্তত আমরা একটা ডোর অপেন করে দিতে চাই। এ দেশের মানুষ যাতে কম খরচে হজে করতে পারে।

হাজীদের সার্বিক সহযোগিতার বিষয়ে সৌদি সরকার আন্তরিক রয়েছে জানিয়ে তিনি বলেন, আমার আপাতত দুটি প্যাকেজ চালু করবো। স্বল্প খরচে কাবা শরীফ এবং মদিনা শরীফ থেকে এক কিলোমিটারের মধ্যে এবং আরেকটা একটু দূরে। হাজিরা পায়ে হেঁটেও যেন আসতে পারে। তাছাড়া বাংলাদেশ বিমানে খরচ বেশি। আমরা তাদের সাথে আলোচনা করছি, যাতে খরচ কমানো যায়। আমরা আশাবাদী, হজ প্যাকেজগুলো সাশ্রয়ী করতে পারবো।

কওমী মাদ্রাসার সনদকে কীভাবে কার্যকর করা যায় সে বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, কওমী মাদরাসা থেকে পাওয়া সনদ বিগত সরকার এমএ (মাস্টার্স) মান দিয়েছে। এবার আমরা যেটা করবো, মাদ্রাসার হুজুরদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এই সনদ কোন কোন ফিল্ডে কাজে লাগানো যায়, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীসহ বিভিন্ন জায়গায় আমরা যদি তাদের ঢুকাতে পারি,তাহলে কওমী মাদ্রাসার সনদ পাওয়া আলেমগণ তাদের খেদমত করতে পারবেন।

দুর্গাপূজা সম্পর্কে তিনি বলেন, ইতিমধ্যে দুর্গাপূজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর আমরা পূজার জন্য চার কোটি টাকা বরাদ্দ দিয়েছি। মন্দির, মণ্ডপ এবং অস্বচ্ছল মন্ডপে এই অর্থ যাচ্ছে। আইন শৃঙ্খলা নিয়ে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মিটিং করেছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102