ঝিনাইদহে কোটচাঁদপুরে গ্রীন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শহরের বলুহর স্টান্ডে গ্রীন হসপিটাল এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও ঝিনাইদহ জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান। এ সময় তিনি গ্রীন হসপিটাল কোটচাঁদপুরের স্বাস্থ্য সেবাই আরো গতীশিল হবে বলে বিভিন্ন মতবাদ তুলে ধরেন হাসপাতালের পথচলা শুভ উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর আজিজুর রহমান,সাবেক উপজেলা জামায়াতের আমীর ও চেয়ারম্যান তাজুল ইসলাম,মহেশপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক আহমেদ,ঝিনাইদহ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ওমর ফরুক।