বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন

সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন ও ফি’র বিষয়ে যা জানা গেল।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন ও ফি’র বিষয়ে যা জানা গেল।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মুহাম্মদ জাবের জানিয়েছেন সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন ও ফি নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৪’ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, উদ্যোগ নেয়া হলেও প্রতিদিন কী পরিমাণ পর্যটক দ্বীপটিতে যাবেন, তা চূড়ান্ত হয়নি। ফি নেয়ার বিষয়টিও চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, দায়িত্বশীল ও টেকসই পর্যটন খাত প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। তিনি জানান, দেশের মোট জিডিপির ৩ দশমিক ০২ শতাংশ আসে পর্যটন শিল্প থেকে। ট্যুরিজম মাস্টার প্ল্যান চূড়ান্ত হচ্ছে শিগগিরই।

নাসরিন জাহান বলেন, ট্যুরিজম মাস্টারপ্ল্যানের মধ্যে ২০২৩-২০২৪ অর্থবছরে টাঙ্গুয়ার হাওড় ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্প; পদ্মা সেতু ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণ প্রকল্প; নিঝুম দ্বীপ ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্প, সুন্দরবন শরণখোলা ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণ প্রকল্প এবং সোমপুর মহাবিহার হেরিটেজ ট্যুরিজম উন্নয়ন প্রকল্পকে অগ্রাধিকার হিসেবে ধরে কাজ চলছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ‘সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে’ এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হলে আলোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। তবে সেদিন রাতেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায়, সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102