যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল।
শনিবার (২৫ মে) সন্ধ্যার পর হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ট্রেনে থাকা এক যাত্রী জানান, মতিঝিল যাওয়ার পথে মিরপুর-১০ নম্বরে বন্ধ হয়ে গেছে মেট্রোরেল। ৩০ মিনিট ধরে বন্ধ রয়েছে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যাওয়ার অনুরোধ করে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়ারও ঘোষণা দেয়া হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষের ঘোষণার পর রাজধানীর কারওয়ানবাজার স্টেশন থেকে কয়েকশ যাত্রী নিচে নেমে আসেন।
এক যাত্রী বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার সময় ঘোষণা দেয়া হয়, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল আর চলবে না।