নোয়াপাড়া ঐকতান সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রাজেশ মালাকারের ৪৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বুধবার সকাল ১০টায় নোয়াপাড়া ঐক্যতান সঙ্গীত একাডেমির ছাত্র-ছাত্রীদের উদ্দেগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা লক্ষ্মী রানী বৈদ্য। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট তিমির কান্তি চৌধুরী,ডেজি চৌধুরী,নোয়াপাড়া ঐকতান সঙ্গীত একাডেমির শিক্ষক অচিন্ত্য কুমার দাশ। আরো উপস্থিত ছিলেন রিকতিক মালাকার, অভিজিৎ মালাকার, শ্রাবন্তী দে,তমা চৌধুরী,তরী চৌধুরী,নিবেদিতা দাশ, কিশোর পাল,দিপু শীল, বর্ণ দাল, প্রিন্স দে, প্রেম দেবনাথ প্রমুখ।