বগুড়া আদমদীঘিতে মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলা দায়ের।
বগুড়ার আদমদীঘিতে হেলমেট ও মাস্ক বাহিনীর হামলায় আব্দুর রশিদ (৬০) নামের এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা ঘটনায় আহত
আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত হাফিজ মন্ডল ও শাহানুর হোসেন
নামের দুই ব্যক্তিসহ আরো অজ্ঞাত অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার বিকেলে
আদমদীঘি থানায় এই মামলা দায়ের করেন। পুলিশ গ্রেফতারকৃত নওগাঁ জেলার আত্রাই উপজেলার
গোড়নাই গ্রামের আব্দুর রহমান মন্ডলের ছেলে হাফিজ মন্ডল (৪৫) ও পর নওগাঁর ফারুক হোসেনের
ছেলে শাহানুর হোসেন(২১) কে রোববার আদারতে প্রেরন করেছে। প্রকাশ, আদমদীঘির বাহাদুরপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী আব্দুর রশিদ প্রতিদিনের মতো
বাহাদুরপুর গ্রামের ঘোরাফেরা করার এসময় ৬/৭ জনের একদল হেলমেট ও মাক্স পড়া দুর্বৃত্তরা ৩/৪ টি
মোটরসাইকেল যোগে বাহাদুরপুর গ্রামে আব্দুর রশিদের বাড়ির পাশে গিয়ে আব্দুর রশিদকে
ধালালো অস্ত্র দিয়ে উপযোপুরি কুপিয়ে মারাত্বর জখম করে হত্যার চেষ্টা চালিয়ে দ্রুত পালিয়ে
যায়। হামলাকারিরা মোটরসাইকেল যোগে বিহিগ্রাম বাজার হয়ে পালানোর সময় স্থানীয় জনতা
একটি পালসার মোটরসাইকেলসহ ওই দুই হামলাকারিকে আটক করলেও অপর একটি পালসার
মোটরসাইকেল ফেলে রেখে অপর তিন হামলাকারিরা পালিয়ে যায়। হামলার শিকার মৎস্য ব্যবসায়ী
আব্দুর রশিদ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন