রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রিজার্ভ এখন ২০ বিলিয়নের ওপরেঃ গভর্নর। আজহারীকে নিয়ে মাওলানা লুৎফরের সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল! জাতীয় দলের ক্রিকেটারদের ইংরেজিতে দক্ষতা উন্নয়নে সোনারগাঁও ইউনিভার্সিটি ও গ্লোবালইডি এর চুক্তি। সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার। অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ পরিচালনায় থাকতে পারে নাঃ মির্জা ফখরুল। মানুষ আর ভারতের মিথ্যা গুজব ও দাদাগিরি পছন্দ করে নাঃ আজহারী। আ.লীগ নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রেডিটেশন কার্ড। কালিগঞ্জে জাতীয় পর্যায়ে ২০২৩ সালের শাপলা কাপ অ্যাওয়ার্ড পরীক্ষা চলমান। ভারতীয় সীমান্তে পড়ে আছে বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ লাশ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামে যুবদল নেতা নিহত।

রামপালে বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্ৰেফতার ১০।

মোঃ মাসুম শেখ, উপজেলা প্রতিনিধি রামপাল।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
রামপালে বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্ৰেফতার ১০।
বাগেরহাটের রামপালে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ১০ জনকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ।
এ ঘটনায় বাসের মালিক খুলনার রূপসা এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৫৫) বাদী হয়ে (২৯ নভেম্বর) রামপাল থানায় একটি মামলা দায়ের করেন।
বুধবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে এ অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ১০ জন আসামিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কাপাশডাংগা এলাকার বাসিন্দা মৃত জব্বার গাজী’র ছেলে গাজী মুজিবুর রহমান (৬৮), বাঁশতলী ইউনিয়নের তালবুনিয়া এলাকার মোজাফফর শেখ’র ছেলে মো. ইব্রাহিম শেখ (৩০), শ্রীরম্ভা এলাকার মৃত কওছার শেখ’র ছেলে মো. হেমায়েত শেখ (৪৫), মৃত ওসমান গনির ছেলে মো. মোস্তফা মুন্সি(৫৫), কুমলাই এলাকার শেখ শাহিন’র ছেলে আল মোসাব্বির সাব্বির (২২), হোগলডাংগা এলাকার হাবিবুর রহমান শেখ’র ছেলে মো. আল মিরান শেখ (২৩), সোনাতুনিয়া এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. তরিকুল ইসলাম শিমুল(৩০), কাপাশডাংগা এলাকার মৃত গোলাম মোস্তফা শেখ’র ছেলে মো. এসকেন্দার শেখ (৩৮), ধলদাহ এলাকার মৃত হাতেম আলী মোড়ল’র ছেলে মো. মাহাতাব মোড়ল(৬৫), সন্তোষপুর এলাকার আ. মজিদ শেখ’র ছেলে মো. আব্দুল্লাহ শেখ (৩৭)।
উল্লেখ্য গত ২৮ নভেম্বর রাত ৯ টার দিকে উপজেলার ফয়লা বাজার সংলগ্ন দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন জ্বালিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে আগুন দেওয়া বাসে টহলরত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান যে, গত মঙ্গলবার রাতে রামপালের শান্তি শৃঙ্খলা বিনষ্টের জন্য ফয়লা বাজারে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ তদন্ত করে এ অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেফতার করে আসামিদের আজ (৩০ নভেম্বর) বিজ্ঞ আদালতে পাঠিয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102