পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে ২ (দুই) লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে ইটভাটায় মজুত রাখা জ্বালানি কাঠ জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানি কাঠ রেঞ্জ অফিসার ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার নিলামের মাধ্যমে বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়।
৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার ৪টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী।
অভিযানকালে জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন তালুকদার উপস্থিত ছিলেন।
জানা যায়, ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে উপজেলার ৪টি অবৈধ ইটভাটার প্রতিটিকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, ‘ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।