নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে আব্দুর রশীদ তারেক (দৈনিক নয়াদিগন্ত) সভাপতি ও মাহমুদুন নবী বেলাল (দৈনিক সকালের সময়) সাধারণ সম্পাদকসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির নির্বাচিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকালে নওগাঁ শহরের মাছ বাজার অস্থায়ী কার্যলয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্রিদ্বতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে আকরাম হোসেন (দৈনিক উত্তর কোন ) ও সাইফুল আলম বিপ্লব (দৈনিক এই আমার দেশ), যুগ্ম সম্পাদক পদে ইউনুস আলী ফাইম (বার্তা সংস্থা পিবিএ এজেন্সি), ইউসুফ আলী সুমন (দৈনিক যায়যায়দিন) ও আইন বিষয়ক সম্পাদক এ্যাড রাসেদুজ্জামান রনী (দি ক্যপিটাল নিউজ), সাংগঠনিক সম্পাদক নাদিম আহম্মেদ অনিক (দৈনিক খবর বাংলাদেশ/দ্য লন্ডন টাইমস্) সহ সাংগঠনিক সম্পাদক সুজিত সরকার (দৈনিক উত্তর কোণ), অর্থ সম্পাদক পদে সুবীর কুমার দাস (সপ্তাহিক অপরাধ অনুসন্ধ্যান), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু রেজা (দৈনিক প্রজন্মের আলো), সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেল মোল্লা (সংবাদ প্রতিক্ষন), দপ্তর সম্পাদক আবুজার গাফফারী (স্মৃষ্টি নিউজ) সহ দপ্তর সম্পাদক বিশ্বজিৎ কুমার সাহা (দৈনিক বাংলাদেশ সমাচার) এবং কার্য নির্বাহী সদস্য পদে আসাদুজ্জমান খান চৌধুরী (দৈনিক প্রজন্মের আলো ), হাসান আলী (দৈনিক স্বাধীনমত ), জাকির হোসেন শাকিল (সংবাদ প্রতিক্ষন), সোহেল রানা (দৈনিক মানবকন্ঠ), অনিক মহন্ত (এই নাটোর) নির্বাচিত হয়েছেন। এর আগে, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে কোন পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই বছর মেয়াদী ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।