মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় একজন নিহত ও অন্তত পক্ষে ১০জন আহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন আলমাস বেপারীর ছেলে আব্দুর রব (৬৫)। আহতরা হলেন তফাজ্জল হোসেনের ছেলে বাদল মিজি (৬০), আব্দুল লতিফের ছেলে শরীফ (২৫), ইউসুফের ছেলে মোঃ মহসিন (৫০), আব্দুল মালেকের ছেলে মাহাবুব রহমান (৩০) ও কানাই শিকদারের ছেলে রফিকুল ইসলাম (৫৫)। বাকি আহতরা বিভিন্ন ফার্মেসী ও স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কেশবপুর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে বালুয়াকান্দি এলাকায় খাদের মধ্যে পড়ে যায়। আব্দুর রব নামের একজন পথচারীকে নিয়ন্ত্রনহীন বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাসটি খাদে পড়ে যায়। বাসটি যাত্রীসহ খাদে পড়ে গেলে অন্তত পক্ষে প্রায় ১০জন আহত হয়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বাস দুর্ঘটনায় আব্দুর রহমান নিহত হয়েছে এবং মোঃ মহসিন ও মাহাবুব রহমানের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ঢাকা রেফার করা হয়েছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, সকাল সাড়ে ৮ টার দিকে বাসটি গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পথচারীর মৃত্যু হয়। বাস খাদে পড়ে আহত হয় অন্তত ১০ জন। আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনার পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ সম্পূর্ণ করা হয়েছে।
ভবেরচর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, গাড়ির যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে। গাড়িতে থাকা ৮ থেকে ১০ জন যাত্রী আহত।