হবিগঞ্জের মাধবপুর উপজেলার পৌর মেয়র হাবিবুর রহমান মানিকের ছোট ভাই হাফিজুর রহমান হাফিজকে আবারও গ্রেফতার করছে পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে মাদক সেবন ও বিক্রির দায়ে ২ জনকে গ্রেফতার করে কাসিমনগর ফাঁড়ি পুলিশ।
গ্রেফতারকৃতরা হল- মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিকের ছোট ভাই হাফিজুর রহমান হাফিজ (৩৯) ও কৃষ্ণনগর এলাকার মৃত আব্দুল কাইয়ুম এর ছেলে আল-আমীন (৩০)।
কিছু দিন আগে তারা দুজন জেল থেকে বেরিয়ে আসে।
গত ১৬ আগস্ট এ দুজনকে মাধবপুর পৌর শহরের তাজমহল আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে থানা পুলিশ।
কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, গোপন সুত্রে খবর পেয়ে গোবিন্দপুর স্কুলের সামনে একটি পরিত্যক্ত দোকানের পিছন থেকে তাদের গ্রেফতার করেন। এ সময় একজনের কাছ থেকে ৩ টি ও অপর জনের কাছ থেকে ২ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
ওসি মোঃ রকিবুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে প্রেরণ করা হবে।