বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ রবিবার (১৯ নভেম্বর) ভোরে যাত্রীবাহী ট্রেন থেকে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িমারি থেকে সান্তাহারে আসা করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার ৪নং প্লাট ফর্মে এসে দাঁড়ালে ট্রেনের গ নং বগির ৯, ১০ নং সিটের বাঙ্কারের উপর একটি ব্যাগে লুকানো অবস্থায় ৪ টি গোলাপী রংঙের ব্যাগে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।