বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :

নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক জন  নিহত।  

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক জন  নিহত।
 
নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কামাল আহমেদ (৫২) নামে একজন বিএনপি নেতা নিহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কামাল নওগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ডের রজাকপুর গ্রামের  মৃত মমতাজ আহমেদের ছেলে এবং একই ওয়ার্ড বিএনপির নেতা।
জানা গেছে, গত শনিবার (১৮ নভেম্বর) রাত্রি আনুমানিক ৮ টার দিকে  টায় নওগাঁ-সান্তাহার সড়কের ইয়াদআলী ও  তালপুকুর মাঝামাঝি স্থানে  অজ্ঞাত মুখোশধারী দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করেন। তাকে মারাত্মক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পরে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান জানান, মরদেহ ময়না  তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ওসি আরো জানান, এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে গ্রেফতারসহ আইনের আওতায় আনার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102