প্রধানমন্ত্রীর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে রাখালগাছিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত।
প্রধানমন্ত্রীর খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা শুক্রবার (৩রা নভেম্বর) রাতে চুলকাটি প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
রাখালগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আশিকুল্লাহ ফারাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল।
প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সরদার আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান আহম্মেদ মনি, সহ-সভাপতি মাহম্মুদুল হাসান রনি, সাধারণ সম্পাদক মুকুল মল্লিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মুশফিরুর রহমান সজল, যুগ্ম আহবায়ক শংকর কুমার সাহা, রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ফারাজী, যাত্রাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম ও রাখালগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর ফারাজীসহ রাখালগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৩ই নভেম্বর, সোমবার খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে বিস্তারিত আলোচণা করা হয়।