প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে রামপালে আনন্দ মিছিল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ১৩ ই নভেম্বর খুলনার ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগদান উপলক্ষে বাগেরহাটের রামপালে আওয়ামী লীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২ নভেম্বর) বিকাল ৫.০০ টায় উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপজেলার ফয়লা বাজারে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলি ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, যুবলীগ নেতা মল্লিক মাহফুজুর রহমান বাবুসহ ইউনিয়ন আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ১৩ নভেম্বর খুলনার সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। উক্ত জনসভায় বিপুল জনসমাগম ও উপস্থিতির মাধ্যমে সফল করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।