বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :

পাঁচবিবিতে নব নির্মিত কালভার্ট নির্মানের খননকৃত খাদে পড়ে নিহত ১ আহত ১।

মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল, নিজস্ব প্রতিবেদক জয়পুরহাট,
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
পাঁচবিবিতে নব নির্মিত কালভার্ট নির্মানের খননকৃত খাদে পড়ে নিহত ১ আহত ১।

জয়পুরহাটের পাঁচবিবিতে নব নির্মিত কালভার্ট নির্মানের খননকৃত খাদে পড়ে জোবাইদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত এবং শফির উদ্দিন নামে এক প্রধান শিক্ষক আহত হয়ে হাসপাতালে ভর্তি।

নিহত ব্যক্তি পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই(কৈমারি)গ্রামের মোঃ জাহের আলীর ছেলে জবাইদুল ইসলাম,আহত ব্যক্তি উচাই(চকপাড়া) গ্রামের মৃত চেচান আকন্দের ছেলে শফির উদ্দিন আকন্দ।

আজ বৃহস্পতিবার সকালে পাঁচবিবি উপজেলার উচাই গ্রামের জবাইদুল ইসলাম ও উচাই জেকরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফির উদ্দিন আকন্দ দুজনে মোটরসাইকেল যোগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে মাছ বিক্রয়ের জন্য যাচ্ছিলেন।

এ সময পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পাগলা বাজার হইতে কামদিয়া রোডে সড়কের মাঝে কালর্ভাট নির্মানের কাজ চলছিল। নির্মানীধীন ব্রীজের সামনে কোন সতর্ক সংকেত না থাকায় চলন্ত মোটরসাইকেলসহ তারা দুজনেই ব্রীজের গর্তে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় জবাইদুল ইসলাম আর গুরুত আহত অবস্থায় শিক্ষক শফির উদ্দিন আকন্দকে পাঁচবিবি উপজেলার মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ।

এবিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান এবিষয়ে কোন অভিযোগ পাইনি আভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102