২৮ অক্টোবরসহ চলমান বিএনপির ডাকা ৩ দিনের অবরোধে ২য় দিনেও মাঠে নেই শ্রীনগর উপজেলা বিএনপি।
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগ সারাদেশে শান্তি ও প্রতিবাদ সমাবেশের নির্দেশ প্রদান করেন।
সেই নির্দেশ অনুযায়ী ধারাবাহিকভাবে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বৃহস্পতিবার ছনবাড়ি চৌরাস্তায় সকাল ১০টার দিকে শান্তি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি সেলিম আহম্মেদ ভূইয়া,১নং যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু,সাবেক উপদেষ্টা আজিজুল ইসলাম,সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হারুন উর রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম,সাবেক সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন ও শফিকুল ইসলাম মামুন,সাবেক কার্যকরী সদস্য মিনহাজ উদ্দিন, হানা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হারুন অর রশিদ, আইন বিষয়ক উপ-কমিটির সদস্য জি কিবরিয়া শিমুল।
আরও উপস্থিত ছিলেন,জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রয়, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল-মামুন ও সাধারণ সম্পাদক হাজী নেসারউল্লাহ সুজন,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান ও সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন পলাশ,শ্রীনগর ইউঃ আঃলীগ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,ইউঃ যুবলীগের সভাপতি শামীম হোসেন সহ উপজেলা প্রতিটি ইউনিয়ন আঃলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।