বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :

র‍্যাব পরিচয়ে মাংস ব্যবসায়ীকে অপহরণ। 

সাজেদুল ইসলাম বিশেষ প্রতিনিধি ভূঞাপুর।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
র‍্যাব পরিচয়ে মাংস ব্যবসায়ীকে অপহরণ। 
টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় র‍্যাব পরিচয়ে রফিকুল ইসলামকে (৩৫) নামে এক মাংস ব্যবসায়ীকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা।
বুধবার (০১ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার গোবিন্দাসী টি মোড় থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তার  কাছ থেকে মাংস কাটার ছুরি, দা এবং নগদ অর্থ নিয়ে নেয়। রফিকুল ইসলাম  গোবিন্দাসী ইউনিয়ন এর কুকাদাইর গ্রামের মৃত বদিউজ্জামান বদির ছোট ছেলে।
মাংস ব্যবসায়ী ফটিক ও শহিদ জামাল জানান, আমরা সকালে গোবিন্দাসী টি মোড়ে মাংস বিক্রি করেছিলাম। ৯ টার দিকে হঠাৎ দুইজন লোক এসে বললো, তোর নাম কি? রফিকুল ইসলাম নাম বলার সাথে সাথে তার শার্টের কলার ধরে নিচে নামায়। রফিকুল ইসলাম তাদের নাম পরিচয় জানতে চাইলে তারা র‍্যাব বলে তাকে চরথাপ্পড় দিয়ে তাদের গাড়ীতে উঠিয়ে চলে যায়। পরবর্তীতে রফিকুল ইসলামের ফোন নম্বরে যোগাযোগ করলে তারা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ বলেন, সকালে গোবিন্দাসী টি মোড়ে মাংস ব্যবসায়ীরা মাংস বিক্রি করেছিলেন। এ সময় কয়েকজন লোক র‍্যাব পরিচয় দিয়ে রফিকুল ইসলামকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। আমরা বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে অভিযানে পাঠিয়েছি পুলিশ।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102