বি এন পি জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে সি এন্ড বি বাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল।
বি এন পি জামায়াতের ডাকা অবৈধ অবরোধের প্রতিবাদে মঙ্গলবার (৩১শে অক্টোবর) বিকালে সি এন্ড বি বাজারে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
বিক্ষোভ মিছিলে বাগেরহাট সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী জাহিদ সরোয়ার টিটু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শক্তি নারায়ণ দাস, সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর দাস, রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ফারাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে বক্তরা বলেন, বিএনপি-জামাত সারাদেশে অগ্নি সন্ত্রাস ও লুটপাট চালাচ্ছে। তারা গাড়ি ভাঙচুর করেছে, পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করেছে, তারা অবৈধভাবে হরতাল পালন করছে। বক্তারা আরও বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কারা আসবে না আসবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। নির্বাচনের নামে কোনভাবেই বিএনপি জামাতকে আর সহিংসতা করতে দেওয়া হবে না। যেখানেই বিএনপি-জামাত অবৈধ অবরোধের ডাক দেবে, সেখানেই আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বিএনপি জামাতের ডাকা অবরোধে সাধারণ মানুষকে সাড়া না দেওয়ার আহব্বান জানান।