বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার রেলওয়ে মালগুদাম এলাকায় পত্রিকা বিক্রেতা জুয়েলের ভাংগারী দোকানে গতরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জুয়েল রানা (৪৫) সান্তাহার পৌর শহরের লোকো পশ্চিম কলোনি মহল্লার মৃতঃ কোরবান আলীর ছেলে। আজ (৩০ অক্টোবর) সোমবার রাত আনুমানিক সাড়ে বারো ঘটিকার সময় ভয়াবহ এই অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পত্রিকা বিক্রেতা ও ভাংগারী ব্যবাসায়ি জুয়েল বলেন, স্থানীয়রা তার দোকানে আগুন দেখতে পেয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে জাতীয় পরিসেবা ৯৯৯ এ ফোন দিলে আদমদিঘী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলেন, কেউ শুত্রুতা করে তার দোকানে আগুন দিতে পারে। এতে তার দোকানে প্লাস্টিকের বোতল, পলিথিন, টিন, কাগজের ঠোংগা অন্যান্য সরঞ্জামাদী ও নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আদমদিঘী ফায়ার সার্ভিস ইনচার্জ রুহুল আমিন বলেন, গতরাতে খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। তিনি বলেন, কয়েলের আগুন অথবা শত্রুতা করে কেউ আগুন লাগাতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।