বগুড়া জেলার আদমদিঘী উপজেলার, কুন্দগ্রাম ইউনিয়নের, কড়ই বজারের (২৩ ই অক্টোবর) সোমবার দুপুরের কথা কাটাকাটির একপর্যায়ে অজ্ঞাতনামা ২ জনকে ছুরিকাহত করা হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে অজ্ঞাতনামা তারকয়েজন বন্ধু মিলে এক সাথে বসে ছিল। কিন্তু হঠাৎ করে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইজনকে ছুরিকাহত করা হয়েছে। স্থানীয়রা জানাই ঘটনার পর, অজ্ঞাতনামা দুইজনকে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করা হয়েছে। আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, আহত একজনের অবস্থা আশঙ্কা হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এবং আহত অপর একজন আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ বিষয়ে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।তবে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।