জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নেরদ পশ্চিম রামচন্দ্রপুর গ্রাম এলাকা হইতে ৫০০ (পাঁচশত) পিচ মাদকদ্রব্য এ্যাম্পলসহ ০১
একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।
গ্রেফতারকৃত হলেন পাঁচবিববি উপজেলার বাগজানা ইউনিয়নের ভুইডোবা (নয়াপাড়া)গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ আবু সাঈদ।
মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে গোয়ান্দা শাখার ভারপ্রপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শাহেদ আল মামুনের নেতৃত্বে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর এলাকা হইতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ সাগর সরকার, এএসআই(নিঃ) মোঃ আকতার হোসেন, এএসআই(নিঃ) মাহমুদ সিদ্দিকী,এএসআই(নিঃ) মোঃ জাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করে।
গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শাহেদ আল মামুন জানান উক্ত আসামী তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।