নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর সরকারি কলেজ শাখার সভাপতি সোহাগ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে শহরের চরপালং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন।
সোহাগ ব্যাপারী শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরপালং এলাকার বাসিন্দা। ২০২১ সালে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গণ অধিকার পরিষদের শরীয়তপুর জেলা কমিটির সদস্যসচিব শাহজালাল সাজু বাদী হয়ে ৩০ ব্যক্তিকে আসামি করে গত শনিবার পালং মডেল থানায় একটি মামলা করেন। ওই মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২১ সালে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সোহাগ ব্যাপারীর নেতৃত্বে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়।
বিষয়ে মামলার বাদী সাজু বলেন, ‘২০২১ সালের বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় মিছিলে অতর্কিত হামলা চালিয়ে আমাদের নেতা ও কর্মীদের বেশ কয়েকজনকে গুরুতর আহত করেছিল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ওই সময় ভয়ে তাদের বিরুদ্ধে আমরা মামলা বা আইনগত পদক্ষেপ নিতে পারিনি। এখন পরিবেশ অনুকূলে থাকায় ওই ন্যক্কারজনক হামলার ঘটনায় মামলা করেছি। ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘গণ অধিকার পরিষদের এক নেতার মামলায় এজাহারভুক্ত আসামি সোহাগ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’