বগুড়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএন সি, বগুড়া, গোপন সংবাদ এর ভিত্তিতে, ১০০০০( দশ হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ও ১৪৭০০(চৌদ্দ হাজার সাতশত) কেজি খোলা লবনসহ ০১ টি ট্রাক এবং ০৪ টি মোবাইল জব্দ করেছেন। গত (১৯ ই অক্টোবর) ২০২৩ খ্রিঃ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের “ক” সার্কেলের আভিযানিক টিম কর্তৃক শাজাহানপুর থানা এলাকা হতে ১০০০০(দশ হাজার) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ও ১৪৭০০( চৌদ্দ হাজার সাতশত) কেজি খোলা লবনসহ ৩জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। এ সময় মাদকদ্রব্য পরিবহন ব্যবহৃত ০১ টি ট্রাক ও ০৪ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো: মিজানুর রহমান (২৯), মো: আলামিন মিয়া (২৩), মো: জুয়েল মিয়া (৩৩)। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জলা কার্যালয়ের পরিদর্শক, মো: ইব্রাহিম আলী খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শাজাহানপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এবং আসামিদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।