বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে কিশোরীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগ।

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
মুন্সীগঞ্জে কিশোরীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগ।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং এলাকায় কিশোরী (১১) কে আমিল হক বেপারী (৬৫) এর বিরুদ্ধে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগ উঠেছে।

গত বুধবার সকাল ৮টায় সোনারং এলাকার মোঃ আমিল হক বেপারীর ভাড়াটিয়ার মেয়ের সাথে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে কিশোরীর মা জানায়, আমি গত বুধবার ভোরে মেয়েকে বাসায় রেখে বদলীর কাজে যাই। ওর বাবাও ভাঙ্গারী টুকানোর কাজে যান। কাজ থেকে এসে আমার মেয়ের কাছে জানতে পারি যে, সকাল ৮টার দিকে আমাদের বাড়িওয়ালা মোঃ আমিল হক বেপারী আমাদের রুমে প্রবেশ করে। পরে আমার মেয়ের সাথে দীর্ঘক্ষণ কথা বার্তা বলে। কথা বলার এক পর্যায়ে আমার মেয়ের বুকে দুই হাত দিয়ে চেপে ধরে। আমার মেয়ে এ অবস্থায় চিৎকার করে ওঠে। পরে আশে পাশের লোকজন আসলে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আমিল হক তখন দোকানদারের কাছ থেকে জুতা ক্রয়ের টাকা পরিশোধ এবং বাড়ি ভাড়ার কথা বলে ঘটনা অন্যদিকে ঘুরানোর চেষ্টা করে। এছাড়াও এ ঘটনাটি লোকজন জানাজানি হওয়ার পরই আমাকে সে বিভিন্নভাবে হুমকি ধামকি ও চাপ সৃষ্টি করছে। আমাকে বাড়ি থেকে চলে যাওয়ারও চেষ্টা করা হচ্ছে। এমন হেন কাজের সুষ্টু বিচার চাই।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী কামাল হকসহ অনেকেই জানায়, বুধবার সকাল ৮টার দিকে মোঃ আমিল হক বেপারীর ভাড়াটিয়ার মেয়ের সাথে এ খারাপ আচরণ হয়েছে। আমরা সবাই জানতে পেরেছি। ঘটনাটি নিয়ে সবার মাঝেই এক ধরণের ক্ষোভ সৃষ্টি হয়েছে। কারণ, এমন ছোট মেয়েটির সাথে ষাটোর্ধ্ব বয়সী ব্যক্তি এমন আচরণ করতে পারে? তাই আমরা সবাই এ ঘটনার সুষ্টু ও সঠিক বিচারের দাবী জানাই।

এ বিষয়ে আমিল হক বেপারীর সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রাজীব খান বলেন, সোনারং এলাকায় যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগ পেয়েছি। ভিকটিম পরিবার থানায় এসেছে। তাদের সাথে কথা বলা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ করেনি। যদি তারা অভিযোগ করেন তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102