মুন্সীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার বিকেলের দিকে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ গোপন সংবাদ এর ভিত্তিতে মুন্সীগঞ্জের পূর্ব মাকুহাটি এলাকার মোহাম্মদ ফারুক হাওলাদারের মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করেন মো. বাবু হাওলাদার(২৩)। পরে তার কাজ থেকে ৪ হাজার ২শত ইয়াবা ট্যাবলেটসহ কাছে গ্রেফতার করা হয়। তার বাড়ি মুন্সীগঞ্জের পূর্ব মাকুহাটি এলাকার মহি হাওলাদারের ছেলে মো. বাবু হাওলাদার।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হইয়াছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। পূর্বে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা আছে, মামলা নং জি আর ১৬৫, তাং ৬ এপ্রিল ২০২৩।