মুজিব একটি জাতির রূপকার সিনেমা দেখতে জয়পুরহাটে সচল একটি মাত্র প্রেক্ষাগৃহে প্রতিটি শো দর্শক থাকছে পরিপুর্ণ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত তিনটি শো-তে ওই সিনেমাটি উপভোগ করে শিক্ষার্থীসহ প্রায় হাজার দুয়েক হাজার দর্শক।
জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুর আহ্বানে ও সার্বিক ব্যাবস্থাপনায় শিক্ষক, শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষের ঢল নামে ‘মুজিব একটি জাতির রূপকার সিনেমা দেখতে।
ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীসহ অন্তত ১১শত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সিনেমাটি দেখতে হলে যান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখর মজুমদার, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি উজ্জ্বল হায়াত,
জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধিবৃন্দ এবং সাধারন জনগন।
সিনেমাটি উপভোগ করে অনেকে আবেগ আপ্লুত দর্শকরা বলেন বঙ্গবন্ধুকে এমন নির্মম ভাবে হত্যা করা হয়েছে এই ছবিটি না দেখলে যানতেই পারতাম না ‘মুজিব আসলেই একটি জাতির রূপকার, এটি একটি বিপ্লবী সিনেমা।