বাগেরহাটে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ- ২০২৩।
’’শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে আনসার ও ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলামের তত্বাবধানে এবং বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ শাহ আহমদ ফজলে রাব্বী বিএএম মহাদয়।
দিনব্যাপী বাগেরহাটে আনসার ও ভিডিপির জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবুল হাসনাত খান, পরিচালক (চঃদাঃ) ০৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর খুলনা মোঃ সেলিমুজ্জামান, এনএসআই এর উপ-পরিচালক মোঃ আলমগীর হোসেন, জেলা নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ জালাল উদ্দিন এছাড়াও সাংবাদিক, বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার আনসার ভিডিপির ৪৫০ জন সদস্য, সদস্যাবৃন্দ।
অনুষ্ঠান শেষে ভিডিপির সদস্য সদস্যাদের মধ্যে ৩০টি বাই সাইকেল, ছাতা এবং সেলাই মেশিন বিতরণ করা হয়।