বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে নকল সিগারেট তৈরি ও বাজারজাত, সিগারেট জব্দ, গ্রেপ্তার চার।

এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা। 
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
চট্টগ্রামে নকল সিগারেট তৈরি ও বাজারজাত, সিগারেট জব্দ, গ্রেপ্তার চার।
চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে নামি-দামি বিভিন্ন
ব্র্যান্ডরোল জালিয়াতি করে অবৈধভাবে তৈরি করা নকল সিগারেট বিক্রির দায়ে চারজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে বেনসন, ডারবি, স্টার, গোল্ডলিফসহ বিভিন্ন ব্র্যান্ডের ১৬ হাজার ২৮৩ প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়েছে। এসব নকল সিগারেট বাজারজাত করা হলে সর্বমোট ৭ লাখ ৭৪ হাজার ৬৯৬ টাকা সরকারি রাজস্ব ফাঁকি দেয়া হত।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালানো হয়। অভিযানে আটক চারজন নামিদামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সিগারেট তৈরি করে আসছিল। তারা ওই নকল সিগারেটে নকল ব্র্যান্ড রোল লাগিয়ে বাজারজাত করতো।
গ্রেফতাররা হলেন, ইয়াসিন স্টোরের মো. হোসাইন (৫০), দিদার স্টোরের মো. আমজাদ হোসেন চৌধুরী (৪১), মক্কা স্টোরের বশির আহমেদ (৪২) ও জাহানারা স্টোরের মো. শহীদুল আলম (৩০)।
এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নকল সিগারেট তৈরি করে প্যাকেটের গায়ে নকল রাজস্ব স্ট্যাম্প লাগিয়ে সেগুলো বাজারজাত করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বিপ্লব, রবিউল, শুক্কুর ও ওয়াসিমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের সহায়তায় তারা এসব সিগারেট রিয়াজউদ্দিন বাজারে মজুদ ও বিক্রয় করতো। সিগারেটের প্যাকেটের গায়ে লাগানো শুল্ক কর পরিশোধিত লেখা রাজস্ব স্ট্যাম্প জাল জেনেও তারা এসব সিগারেট ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102